দ্য ওয়াল ব্যুরো: কে বলে দুই নায়িকার মধ্যে বন্ধুত্ব কখনও টেকে না? কে বলে নায়িকাদের বন্ধুত্ব মানেই অবিশ্বাস, প্রতিযোগিতা আর ‘ক্যাট ফাইট’? এই সব গৎবাঁধা ধারণাকে এক নিমেষে উড়িয়ে দিয়ে একে অপরকে প্রশংসায় ভরালেন দুই বাংলার দুই তারকা—শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর মৌনী রায়।
#rel