বিহঙ্গী বিশ্বাস
সালটা ছিল ১৯৪৬। দিনটা ১৬ অগস্ট। ইতিহাসের কালো দিন। মহম্মদ আলি জিন্না ও সুরাবর্দি খাঁর নেতৃত্বে সংঘটিত হয়েছিল 'দ্য গ্রেট ক্যালকাটা কিলিং' ওরফে 'ডায়রেক্ট অ্যাকশন ডে'। কলকাতার রাজপথ ভেসেছিল রক্তগঙ্গায়। মুসলিম লিগের হাতে খুন হয়েছিলেন কতশত সাধারণ মানুষ, যাঁদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ছিলেন হিন্দু। এই সময়ই এক নামের আবির্ভাব হয়েছিল ঘূর্ণির মতো। তিনি গোপাল মুখোপাধ্যায়, ওরফে গোপাল পাঁঠা। মধ্য কলকাতার মলঙ্গা লেনের বাসিন্দা গোপাল সাধারণের প্রাণ বাঁচাতে হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র। সাক্ষাৎ মসিহার মতো আবির্ভূত হয়েছিলেন ত্রাতা হিসেবে।