রফিকুল জামাদার
নিট (NEET) কাউন্সিলিং-এ 'সন্দেহজনক' জাতিগত সংশাপত্র (ST) ব্যবহার করে ভর্তি নেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠল। এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষা ও প্রশাসনিক মহলে। বিষয়টি খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন বিভাগ (West Bengal Tribal Development Department) থেকে সরাসরি স্বাস্থ্যভবনে (WB Swasthya Bhawan) একটি চিঠি পাঠানো হয়েছে।