দ্য ওয়াল ব্যুরো: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার আকাশে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হওয়ায় সমুদ্র হয়ে উঠছে উত্তাল। ইতিমধ্যেই মৎস্যজীবীদের শনিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ এবং কাল অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ার মতো জেলায় জারি হয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
#REL