দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপের (Asian Shooting Championship) চতুর্থ দিনে কার্যত সোনার পাহাড় গড়ল ভারতের তরুণ তিরন্দাজরা। পাঁচটি সোনার মধ্যে চারটিই জিতল ভারত, আর সেই সঙ্গেই দেশের পদকসংখ্যা গিয়ে দাঁড়াল ২৬-এ। যার মধ্যে রয়েছে ১৪টি সোনা, ছ’টি রূপো এবং ছ’টি ব্রোঞ্জ।
পদক তালিকায় শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করল ভারত। আরও মন ভাল করা খবর সোনা জিতে বাংলার মুখ উজ্জ্বল করেছে বাংলার ছেলে অভিনব সাউ (Abhinav Shaw)। আসানসোলের তরুণের সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।