দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের অপসারণ সংক্রান্ত বিধানকে কেন্দ্র করে আনা ১৩০তম সংবিধান সংশোধনী বিল ঘিরে এবার উত্তপ্ত হয়ে উঠল রাজ্যসভাও। লোকসভার পর উচ্চকক্ষেও বিলটির বিরোধিতা জানাল তৃণমূল কংগ্রেস।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিলটি উপস্থাপন করতেই ওয়েলে নেমে প্রতিবাদ শুরু করেন তৃণমূল সাংসদরা। হাতে ছিল ‘তড়িপার, দূর হটো’ লেখা পোস্টার, সঙ্গে ওঠে জোরালো ‘অমিত শাহ গো ব্যাক’ স্লোগান।