দ্য ওয়াল ব্যুরো: কিংবদন্তি অভিনেতা রাজেশ খান্না-র জীবনযাপন ছিল রাজার মতো, এবং তাঁর খাদ্যাভ্যাসেও সেই ছাপ ছিল স্পষ্ট। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর কথিত বান্ধবী অনিতা আদবানি অভিনেতার বিশেষ খাদ্যাভ্যাস নিয়ে বেশ কিছু চমকপ্রদ তথ্য ফাঁস করেছেন।
'রিল মিটস রিয়েল উইথ পূজা সামন্ত' নামের ইউটিউব চ্যানেলে অনিতা বলেন, রাজেশ খান্না সবসময়ই তাঁর খাবার টেবিলে নানা ধরনের পদের সমাহার চাইতেন। এমনকি যখন তিনি পরোটা খেতে চাইতেন, তখনও তাঁর সামনে বিভিন্ন ধরনের পরোটা পরিবেশন করা হতো। তিনি প্রতিটি পরোটা থেকে এক কামড় করে খেয়ে বাকিটা রেখে দিতেন।
#REL