দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডে (Uttakhand) মেঘভাঙা বৃষ্টিতে ফের বিপর্যস্ত চামোলি জেলা। ভয়াবহ পরিস্থতি থারালি এলাকায়। সপ্তাহ দেড় আগে এই জেলারই ধারালি আচমকা হরপা বান আর মেঘভাঙা বৃষ্টিতে ভেসে বিধ্বস্ত হয়। এখনও সেখানে জনজীবন স্বাভাবিক হয়নি।
থারালিতে গভীর রাতের দুর্যোগে এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অনেকের দেহ ভেসে গিয়েছে বলে আশঙ্কা। সরকারিভাবে দুজন নিখোঁজ বলা হয়েছে।
#REL
চামোলির জেলা শাসক সন্দীপ তিওয়ারি বলেছেন, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা। তাঁর কথায়, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী থারালি গ্রামের অধেকের বেশি এলাকা ভেসে গিয়েছে।