দ্য ওয়াল ব্যুরো: নিউ গড়িয়ার (New Garia) পঞ্চসায়র থানা এলাকায় বৃদ্ধাকে খুনের ঘটনায় গ্রেফতার করা হল পরিবারের পরিচিত আয়া এবং তাঁর এক পুরুষ সঙ্গীকে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই দু’জনকে পাকড়াও করেছে পুলিশ।
অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে বৃদ্ধ দম্পতির বাড়িতে ওই আয়া আশালতা সর্দার ঢোকেন। তাঁর সঙ্গী মহম্মদ জালাল মীর বাইরে অপেক্ষা করছিলেন। এর পরেই ঘটে খুনের ঘটনা। পুলিশের অনুমান, দম্পতির সম্পত্তি দখল করার উদ্দেশ্যেই এই চক্রান্ত।
#REL