দ্য ওয়াল ব্যুরো: মুকুটমণিপুরের (Mukutmanipur) রাস্তায় ফটোশুটের সময় বাইক স্টান্ট (Bike Stunt ) করতে গিয়ে প্রাণ গেল রাইপুর পলিটেকনিক কলেজের এক কলেজছাত্রের (College Student)। মৃতের নাম মনোজিৎ মাহাত, বয়স ২১ বছর।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার মনোজিৎ তাঁর মামাবাড়ি হলুদকানালি গ্রামে গিয়েছিলেন। সেখানে কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবারদের সঙ্গে মুকুটমণিপুরের পর্যটনকেন্দ্রে ঘুরতে যান তিনি।
#REL