দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গের (North Bengal) গভীর জঙ্গলের পথে রেললাইনে (Train Track In Bengal) হঠাৎই ভেসে উঠল এক বিরাট ছায়া। সামনে দাঁড়িয়ে ‘জঙ্গলের রাজা’ (Elephant)। মাঝরাতে ট্রেনের পথে হাঁটতে দেখা গেল এক বিশাল হাতিকে! আর সেই মুহূর্তের রুদ্ধশ্বাস দৃশ্য এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Viral Video)।