দ্য ওয়াল ব্যুরোঃ দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্স বাঙ্গুর পার্কে পৌরমাতা মৌসুমী দাসের উদ্যোগে খুলে গেল এক নতুন সাজে গড়া পার্ক। এলাকাবাসীর জন্য এই পার্কে রয়েছে বাচ্চাদের খেলার আলাদা জায়গা, বড়দের জন্য ওয়াকিং লেন, আর চারপাশ জুড়ে নান্দনিক সৌন্দর্যের ছোঁয়া। সাধারণ মানুষের অবসর কাটানোর জন্য এই পার্ককে সাজানো হয়েছে এক নতুন রূপে।
#REL