দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার হওয়া ইউটিউবার জ্যোতি মলহোত্রা (Jyoti Malhotra) আগেই পুলিশকে জানিয়েছিলেন, কীভাবে পাক হাই কমিশনের আধিকারিক দানিশের (Danish) সাহায্যে তিনি পাকিস্তানে থাকা-খাওয়ার ব্যবস্থা করেছিলেন। গোয়েন্দারা ইতিমধ্যে তথ্য পেয়েছেন যে, দানিশ আদতে একজন আইএসআই এজেন্ট (ISI Agent)। সেই থেকেই সন্দেহ, তিনি কোনও কৌশলে জ্যোতিকে হয়তো ফাঁদে ফেলেছিলেন। তবে শুধু জ্যোতিই তাঁর 'টার্গেট' ছিলেন না।