শুভদীপ বন্দ্যোপাধ্যায়
কলকাতা শহরের গর্ব তবলিয়া (Tabla Player) পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায় (Subhen Chatterjee)। তালবাদ্যে তিনি খুলে দিয়েছেন নতুন দিগন্ত। কিংবদন্তি তবলিয়া জাকির হোসেন তাঁর গুরু। যাঁর আশীর্বাদধন্য হতে পেরেছিলেন শুভেন। জাকির হোসেনের সঙ্গে শুভেনের ব্যক্তিত্ব থেকে সাজপোশাক ভীষণ ভাবে তাই মিলে যায়। জাকির সাবকেই এই অনুষ্ঠান সমর্পণ করলেন তিনি। শুভেন চট্টোপাধ্যায় তাঁর তবলিয়া জীবনের ৪০ বছর (40 Years Celebration) পূর্ণ করলেন।