দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালে বাগ বাজারের (Bagbazar) একটি নির্মীয়মাণ বহুতল (multi-storey building) থেকে এক ব্যক্তির অগ্নিদগ্ধ দেহ (burnt body ) উদ্ধারকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে শ্যামপুকুর থানার পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি খুনের ঘটনা হতে পারে। সম্ভবত খুন করার পরই তথ্যপ্রমাণ লোপাটের জন্য দেহতে আগুন লাগানো হয়ে থাকতে পারে। তবে মনাতদন্তের আগে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাবে না।
#REL