দ্য ওয়াল ব্যুরো: ভারতের (India) ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছে মার্কিন প্রশাসন (America)। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সিদ্ধান্তের পর ভারত-আমেরিকা সম্পর্কের টানাপড়েন শুরু হয়েছে। আর এই পরিস্থিতির মধ্যেই আমেরিকায় ডাক পরিষেবা (Postal Services) বন্ধ রাখার সিদ্ধান্ত নিল নয়াদিল্লি (New Delhi)। আগামী ২৫ অগস্ট থেকে এই পরিষেবা আপাতত বন্ধ হয়ে যাচ্ছে।
ডাক দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৫ অগস্ট থেকে আমেরিকায় পরিষেবা স্থগিত করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাস্টমস-এর (US Customs) নিয়ম বদলানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দফতর।
#REL