দ্য ওয়াল ব্যুরো: এমনও সম্ভব। উড়ন্ত বিমানে এক বিদেশি নাবালিকাকে ধর্ষণ করেছে এক ভারতীয় যাত্রী। ঘটনাটি ঘটেছে সুইস এয়ারলাইনসে, গত ১৭ মার্চ।
সংবাদসংস্থা জানিয়েছে, সুইজারল্যান্ডের রাজধানী জুরিখগামী বিমানে সে দেশের এক নাবালিকার পাশের আসনে ভ্রমণ করছিলেন এক ভারতীয় ব্যবসায়ী। বিমানে অনেক আসন ফাঁকা ছিল। নয় ঘণ্টার যাত্রায় অনেকেই ঘুমোচ্ছিলেন। সেই সুযোগে নাবালিকাকে ধর্ষণ করে বছর ৪৪-এর ওই ব্যবসায়ী।