দ্য ওয়াল ব্যুরো: বিপিন ও রোহিত ভাটি দুই বেকার ভাই, যাঁরা বাবার মুদি দোকানের আয়ের ওপর নির্ভরশীল ছিলেন, তাঁরাই বিয়ের সময় শ্বশুরবাড়ি থেকে একটি দামী SUV, রয়্যাল এনফিল্ড মোটরবাইক, ৫০০ গ্রাম সোনা এবং নগদ অর্থ পেয়েছিলেন। কিন্তু এতেও তাঁদের চাহিদা শেষ হয়নি।
দুই বোন নিক্কি ও কাঞ্চন পার্লার ও বুটিক ব্যবসা শুরু করেন আর্থিকভাবে স্বাধীন হওয়ার চেষ্টায়। দুই ভাই তাঁদের উপার্জনও হাতিয়ে নিতে শুরু করে। পরিবারের অভিযোগ, এই নিয়েই বাড়িতে নিয়মিত অশান্তি চলত। বৃহস্পতিবার এক এমন ঝগড়ার পরিণতি নিক্কির ভয়ানক মৃত্যু।
#REL