দ্য ওয়াল ব্যুরো: বিদ্যুৎ দফতরে এক দলিত ইঞ্জিনিয়ারের অফিসে ঢুকে প্রকাশ্যে গালিগালাজ এমনকি জুতোপেটা করার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে (Dalit engineer was thrashed by a BJP worker with a shoe)। উত্তরপ্রদেশের এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যদিও পাল্টা ওই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন খোদ অভিযুক্ত।
অভিযোগকারী ইঞ্জিনিয়ার লাল সিংয়ের দাবি, ওই বিজেপি কর্মী শনিবার দুপুরে হঠাৎ করেই দলবল নিয়ে তাঁর অফিসে ঢুকে পড়েন। এরপরই গালিগালাজ করতে করতে তাঁর দিকে তেড়ে আসেন এবং হামলার চেষ্টা করেন। আক্রান্ত ব্যক্তির অভিযোগ, তিনি দলিত বলেই এভাবে হামলা করা হয়েছে।