দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হয়ে উঠেছে বর্ষা। বঙ্গোপসাগরের ওপর একের পর এক নিম্নচাপ তৈরির ফলে টানা কয়েক দিন ভিজে যাচ্ছে কলকাতাসহ গাঙ্গেয় বাংলার জেলা শহর ও গ্রামাঞ্চল। আবহাওয়া দফতরের আশঙ্কা, এখনই এই বৃষ্টি থামছে না।
শুক্রবার বিকেলে গাঙ্গেয় বঙ্গের ওপর যে ঘূর্ণাবর্ত সক্রিয় হয়েছিল, তার জেরে নতুন করে একটি নিম্নচাপ গড়ে উঠেছে। সেটি বর্তমানে সক্রিয় এবং ধীরে ধীরে পশ্চিম-উত্তর পশ্চিমে সরে ঝাড়খণ্ডে প্রবেশ করার পরই দুর্বল হয়ে পড়বে বলে অনুমান। সেই সঙ্গে ৭.৬ কিলোমিটার উঁচু পর্যন্ত বিস্তৃত ঘূর্ণাবর্ত এখনো বজায় রয়েছে।