দ্য ওয়াল ব্যুরো: গণেশ পুজোর আর হাতে গোনা ক’দিন বাকি। পুজো মানেই আকাশছোঁয়া দাম ফুলের। বিশেষ করে গাঁদা, শিউলি, বেলপাতা, শাপলা, জুঁই-সবই পুজোর আবশ্যিক উপকরণ। দাম বাড়ার কারণে অনেকে আগেভাগেই কিনে রাখেন। রোদেলা আবহাওয়ায় সমস্যা তেমন হয় না, কিন্তু টানা বৃষ্টির জেরে বাড়িতে রাখা ফুল দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। কয়েক ঘণ্টার মধ্যেই পচে যাওয়ায় পুজোর আনন্দ মাটি হয়ে যায়। এখন প্রশ্ন, কীভাবে রাখা যাবে ফুলকে একেবারে টাটকা?
মা-ঠাকুমাদের কিছু ছোট ছোট টিপস মেনে চললেই কয়েক দিন পর্যন্ত সতেজ রাখা সম্ভব যেকোনও ফুল।
#REL