রূপক মিশ্র
লোকায়ত পুরাণে তিনি শিব-পার্বতীর পুত্র। যুদ্ধ করেছেন অসুরদলনে। ‘বিঘ্নেশ্বর’ হিসেবে পূজিত। শক্তির প্রতীক, মঙ্গলদেবতা, জ্ঞানের অধিপতি। অথচ বাঙালির কল্পনায়, বিশেষত সাহিত্যে, সেই গণেশের উপস্থাপনা একেবারেই আলাদা। শৌর্যবীর্য নয়, বরং আদুরে, নাদুসনুদুস এক কিশোর। যেন পাশের বাড়ির ছেলেটি। বাড়ির লোক নাম রাখে ‘গণেশ’, ডাকে ‘গনশা’ বলে। দৈবী অভিসম্পাতের ভয় স্পর্শ করে না। অকুণ্ঠ অধিকারবোধে গণেশের মাহাত্ম্য বিগলিত হয় গনশার বাৎসল্যে!