দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম গর্ব শতাব্দী প্রাচীন 'সর্বজনীন গণেশোৎসব' (Sarvajanik Ganeshotsav)। এখন থেকে সেটি সরকারি ভাবে রাজ্য উৎসবের (State Festival) মর্যাদা পেল। বৃহস্পতিবার মহারাষ্ট্রের (Maharashtra) বিধানসভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অশীষ শেলার এই ঘোষণা করেন।
সংবাদ সংস্থার খবর অনুযায়ী মন্ত্রী জানিয়েছেন, “গণেশোৎসব শুধু উৎসব নয়, এটি মহারাষ্ট্রের সংস্কৃতিক গৌরব ও পরিচয়ের প্রতীক। একশো বছরেরও পুরনো এই ঐতিহ্য মহারাষ্ট্রের আবেগের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে।”