দ্য ওয়াল ব্যুরো: হোশিয়ারপুর-জলন্ধর রোডের কাছে মাণ্ডিয়ালা আড্ডায় পিকআপ ভ্যান এলপিজি ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ। বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হল একাধিক মানুষের। এ পর্যন্ত মৃতের সংখ্যা সাত। গুরুতর দগ্ধ হয়েছেন অন্তত ১৫ জন। তাঁদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।
পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন ট্যাঙ্কারের চালক সুখজিৎ সিং, বালওয়ান্ত রাই, ধর্মেন্দ্র বর্মা, মঞ্জিত সিং, বিজয়, জস্বিন্দর কউর এবং অরাধনা বর্মা। মাত্র ২৮ বছরের ধর্মেন্দ্র গুরুতর দগ্ধ হন। তাঁকে অমৃতসরের সরকারি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পথেই মৃত্যু হয়।