দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের চিত্রকূটে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্বামীর সঙ্গে 'গুটখা' (তামাক) কেনা নিয়ে ঝগড়ার পর এক মহিলা নিজের ও দুই সন্তানের জীবন কেড়ে নিয়েছেন। জানা গেছে, তৃতীয় শিশুটিও বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মৃত মহিলার নাম জ্যোতি যাদব (২৬)। তিনি গুটখায় আসক্ত ছিলেন বলে জানা গেছে। শনিবার সকালে তিনি পেশায় চালক তাঁর স্বামী বাব্বু যাদবের কাছে গুটখা কেনার জন্য টাকা চান। বাব্বু টাকা দিতে অস্বীকার করলে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। ওইদিন সন্ধ্যায় জ্যোতি বিষ খেয়ে নেন এবং তাঁর তিন শিশুকেও বিষ খাইয়ে দেন বলে অভিযোগ।
#REL