দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালের প্রাইমারি টেট (TET 2022) পরীক্ষার্থীদের তথ্য ঘিরে নতুন বিতর্ক। একযোগে প্রায় দেড় লক্ষ পড়ুয়ার ব্যক্তিগত তথ্য ফাঁস (Personal Information) হয়ে গেল এক অচেনা ওয়েবসাইটে। প্রকাশ্যে আসতেই জালিয়াতির অভিযোগ তুলেছেন চাকরিপ্রার্থীরা।
প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল অবশ্য আশ্বাস দিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। তাঁর কথায়, “আমাদের সরকারি ওয়েবসাইট থেকে এমন কিছু সম্ভব নয়। যদি সত্যিই কোনও চক্র সক্রিয় থাকে, তবে ব্যবস্থা নেওয়া হবে।”