দ্য ওয়াল ব্যুরো: জেলে যেতে হবে, তাই খুন করে যাওয়াই ভাল। এই মানসিকতা থেকে স্ত্রীকে পিটিয়ে খুন করলেন হুগলির এক ব্যক্তি। ঘটনা দাদপুরের বিলাতপুর এলাকার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার স্বামী রজব আলির বাড়ি সিঙ্গুরের পায়ড়াউড়া গ্রামের। দাম্পত্য কলহ চলছিল বহুদিন ধরে। প্রায় ১৫ দিন আগে রজব কয়েকজন বন্ধুকে নিয়ে স্ত্রীকে মারধর করেন। তারপরেই মনজুরা দুই সন্তানকে নিয়ে ভদ্রেশ্বরের ন’পাড়া বাপের বাড়িতে আশ্রয় নেন। বধূ নির্যাতনের অভিযোগে ভদ্রেশ্বর থানায় একটি মামলা দায়ের হয়।
#REL