দ্য ওয়াল ব্যুরো: রেস্তরাঁ থেকে খাবার অর্ডার করে খাওয়াটা যেন দিনের পর দিন এক বিভীষিকার রূপ নিয়েছে। কখন চুল, কখন সাপ - যেন মিলছে ‘কমপ্লিমেন্টারি’ হিসেবে। এবার সেই তালিকায় নাম এল নিউইয়র্ক সিটির।
স্থানীয় এক মহিলার দাবি, তিনি রেস্তরাঁ থেকে চিকেন র্যাপ অর্ডার করেছিলেন। খাওয়ার সময় কামড় দিয়ে র্যাপের মধ্যে খুঁজে পান মানুষের আঙুলের টুকরো। ঘটনাটি প্রকাশ্যে আসতেই রেস্তরাঁকে ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
#REL