দ্য ওয়াল ব্যুরো: জ্যোতিষশাস্ত্র (Astrology) মতে বড়সড় পরিবর্তন আসন্ন। ২০২৫ সালের মার্চ মাসে শনিদেবের (Saturn transit 2025) মহাগোচরের ফলে একদিকে কিছু রাশির জীবনে শুরু হবে সাড়ে সাতি, অন্যদিকে বহুদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন আরও কিছু রাশির জাতক-জাতিকা। এই জ্যোতিষীয় পরিবর্তন লক্ষ লক্ষ মানুষের ভাগ্যকে প্রভাবিত করবে বলে মনে করা হচ্ছে। তাই এখন সবার কৌতূহল—আপনার রাশিতে শনির প্রভাব কেমন পড়বে?
শনির গোচর ও সাড়ে সাতি কী?