দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যা এবার আরও এক সাংস্কৃতিক আকর্ষণের সাক্ষী হতে চলেছে। রামমন্দিরের প্রাঙ্গণেই গড়ে উঠছে রামায়ণ-ভিত্তিক মোমের জাদুঘর। জীবন্ত রূপে ধরা পড়বে রামায়ণের নানা চরিত্র ও কাহিনি।
উত্তরপ্রদেশ সরকার রবিবার জানিয়েছে, আসন্ন দীপোৎসব ২০২৫-এই হবে এই জাদুঘরটির উদ্বোধন।