দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) পুজো অনুদান (Durga Puja Grant) মামলায় ফের উঠল হিসেব-নিকাশের প্রসঙ্গ। আদালতের নির্দেশ মেনে যে সমস্ত ক্লাব তাদের খরচের হিসেব জমা দেয়নি, তাদের ব্যাপারে রাজ্যের অবস্থান জানতে চাইলেন বিচারপতি সুজয় ঘোষ।
মামলাকারীর পক্ষের আইনজীবী শামিম আহমেদ জানান, ২০১৮ সাল থেকে পুজো অনুদান দেওয়া শুরু হয়েছিল। প্রতি বছরই এই অনুদান দেওয়া হয়। এ নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা বিচারাধীন। শামিমবাবুর দাবি, হাইকোর্টের আগের রায়েই স্পষ্ট বলা আছে— কোন খাতে এই টাকা ব্যবহার করা যাবে আর কোন খাতে যাবে না।