দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের প্রথম দিনেই ব্যস্ত সময় ভয়ংকর দুর্ঘটনা কলকাতার মানিকতলায়। ব্রেক ফেল হয়ে গিয়ে পরপর গাড়িতে ধাক্কা মারে একটি মিনিবাস। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
জানা গেছে, মিনি বাসটি পাঁচটি গাড়িকে ধাক্কা মেরেছে। তার মধ্যে একটি গাড়ি ধাক্কা খেয়ে ফুটপাথে উঠে যায়। দুর্ঘটনার জেরে গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে মিনি বাসের সামনের অংশটি।