দ্য ওয়াল ব্যুরো: হাতে লেখা চিঠি (Hand written letter) মানে যেন ভালবাসার আদিমতম অথচ সবচেয়ে নতুন ভাষা। অনুভূতি যখন কলমের আঁচড়ে পাতায় লিপিবদ্ধ (love letter) হয়ে পৌঁছে গিয়েছে প্রিয়জনের কাছে, মাইলের পর মাইল দূরত্বও হার মেনেছে সেখানে।
যুগে যুগে প্রেমিক-প্রেমিকারা জেনে এসেছে হাতে লেখা একটা চিঠির মূল্য (Old school love) চোকাতে কত কী শাস্তি পেতে হয়েছে তাদের - দেখা করা বন্ধ, কথাও হবে না, আরও কত কী! সেই ‘এসেন্স’ আজকের প্রজন্ম কি আদৌ বোঝার সুযোগ পেয়েছে! সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় (social media) মন কেড়েছে (viral) হাজারো মানুষের।