দ্য ওয়াল ব্যুরো: স্থিতাবস্থার খোঁজে ছিল ভারতীয় ফুটবল। আজ নয়। দীর্ঘ কয়েক বছর ধরে। খামতি অনেক। তাই চাহিদার কমতি নেই। কিন্তু তালিকার শীর্ষে ঠান্ডা মাথার কোচ। যিনি ভারতীয় ফুটবলের নাড়িনক্ষত্র বোঝেন। জানেন ফুটবলারদের সীমাবদ্ধতা। পারবেন তাঁদের মিলিত শক্তিকে কাজে লাগাতে!
মাঠে খারাপ পারফরম্যান্স, বাইরে প্রশাসনিক ঝামেলা, দর্শকদের আগ্রহ তলানিতে ঠেকা—সব মিলিয়ে একটা অদ্ভুত অচলাবস্থা দানা বাঁধে। ইগর স্টিমাচের সময় যা আরও প্রকট হয়। মাঝেমধ্যে সাফল্য এলেও ধারাবাহিকতা ছিল না। এশিয়ান স্তরে শক্ত প্রতিপক্ষের সামনে দাঁড়ালেই ধরা পড়ত দুর্বলতা।