দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের কানপুরে (Uttar Pradesh) নৃশংসতার শিকার বাংলার পরিযায়ী শ্রমিক (Bengal migrant worker death)। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তাঁকে পিটিয়ে খুন করা হয়ছে। উস্কে উঠেছে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন।
জানা গিয়েছে, মৃতের নাম পথিক হেমব্রম (৩২)। বাড়ি বীরভূম জেলার পাড়ুই থানার কসবা অঞ্চলের দামোদরপুর গ্রামে। কয়েক মাস আগেই কাজের সূত্রে কানপুরে গিয়েছিলেন তিনি। সেখানেই এক চামড়ার কারখানায় কাজ করতেন।