দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ সাল দোরগোড়ায়। জ্যোতিষশাস্ত্র ও সংখ্যাতত্ত্বের বিচারে এটি বিশেষ তাৎপর্যময়—এই বছরটিকে সার্বজনীনভাবে ‘১’ নম্বর ইউনিভার্সাল বর্ষ (Universal Year 1) ধরা হচ্ছে। সংখ্যাতত্ত্বে ১০ অর্থাৎ ১ মানে পরিবর্তন, সমাপ্তি এবং নতুন শুরুর প্রস্তুতি। পুরোনো অধ্যায় গুটিয়ে ভবিষ্যতের পথ খুলে দেওয়ার সময় এটি। প্রশ্ন হল—আপনার ব্যক্তিগত জীবনে বা ভাগ্যে তার প্রভাব কী? এই বিশেষ বছরে সুযোগ বেশি, নাকি চ্যালেঞ্জ? চলুন দেখে নেওয়া যাক, ইউনিভার্সাল বর্ষ সংখ্যা ১০ অর্থাৎ ১ ও ২০২৬ আপনার জন্য কী সংকেত বহন করছে।
২০২৬: পরিবর্তন, ছাঁটাই ও নতুন পথের প্রস্তুতির বছর