দ্য ওয়াল ব্যুরো: তিহাড় জেলের খাবার মুখে রোচে না ২৬/১১ মুম্বই হামলার (Mumbai Attack) অন্যতম চক্রী তাহাউর রানার (Tahawwur Rana)। আমেরিকা থেকে নিয়ে এসে তাহাউরকে হাই-রিস্ক বন্দিদের জন্য বেছে রাখা সেলে বন্দি করা হয়েছে। একজন বন্দিকে জেলে যা যা খেতে (Tahawwur Rana Jail Menu) দেওয়ার কথা, সবই তাকে দেওয়া হচ্ছে। কিন্তু তার পেটে খিদে নেই।
পাক সেনাবাহিনীর প্রাক্তন চিকিৎসক মুম্বই হামলার অন্যতম চক্রীকে এখন জেলের কর্মীরা 'কয়েদি নম্বর ১৭৮৪' নামেই চেনে। তাহাউর-সহ মোট ৬ জন এই সেলে বন্দি। এমন ভাবেই সেটি তৈরি করা যাতে কেউ কারও সঙ্গে দেখা বা কথা না বলতে পারে।