দ্য ওয়াল ব্যুরো: নিজের পছন্দের খাবার অর্ডার করে অপেক্ষায় রয়েছেন। অবশেষে খাবার এল টেবিলে। কিন্তু সেটা মুখ পর্যন্ত পৌঁছানোর আগেই হাত ফসকে পড়ে গেল মাটিতে। যাহ্! এবার কী হবে? হঠাৎ আপনার মনে পড়ল সেই '৫ সেকেন্ড রুল'-এর (From Floor to Fork Five Second Rule) কথা। এক অদ্ভুত আশা ফিরে এল মনে, মন চাইল ঝুঁকি নিতে। কিন্তু এই প্রচলিত কথাটি কতটা নিরাপদ, আদৌ নিজের শরীরের ক্ষতি করছেন না তো? জেনে নিন কী বলছে বিজ্ঞান।
‘৫ সেকেন্ড রুল’ কী?