দ্য ওয়াল ব্যুরো: অমিতাভ বচ্চন এবং রেখার সম্পর্ক নিয়ে গুজব বলিউডে বহু দশক ধরে চলে আসছে। ১৯৭৬ সালে তাদের একসঙ্গে কাজ করার সময় থেকেই এই গুঞ্জন শুরু হয়, যা সবার নজর কেড়েছিল। অমিতাভ তখন বিবাহিত ছিলেন এবং রেখাকে 'অন্য নারী' বলে চিহ্নিত করা হয়েছিল। বলিউডের ইতিহাসে এটি সবচেয়ে বিতর্কিত সম্পর্কগুলোর মধ্যে অন্যতম।
সম্প্রতি, পরিচালক বিধু বিনোদ চোপড়া অমিতাভ বচ্চনের সঙ্গে তার প্রথম সাক্ষাতের স্মৃতিচারণা করেছেন। নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিধু জানান, ১৯৭৭ সালে হৃষিকেশ মুখার্জি পরিচালিত 'আলাপ' ছবির সেটে তিনি প্রথমবার অমিতাভের সঙ্গে দেখা করেন।
#REL