দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণেশ্বর (Dakhineswar) থেকে কবি সুভাষ (Kavi Subhash) - কলকাতার সবথেকে গুরুত্বপূর্ণ মেট্রো লাইন (Kolkata Metro)। কিন্তু কবি সুভাষ স্টেশনের প্ল্যাটফর্মের পিলারে ফাটল ধরা পড়ার পর থেকেই পরিষেবায় বিঘ্ন ঘটেছে। আপাতত প্রান্তিক স্টেশন শহিদ ক্ষুদিরাম হওয়ায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে বহুগুণ।
সোমবার থেকেই দেখা যাচ্ছে, দিনের মধ্যে বেশ কয়েকটি ট্রেন দক্ষিণেশ্বর থেকে যাত্রা শুরু করে থেমে যাচ্ছে মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জ স্টেশনে (Tollygunge)। আবার সেখান থেকেই ফিরছে দক্ষিণেশ্বরের দিকে। ফলত, টালিগঞ্জের পর যারা যেতে চান তারা পড়ছেন প্রবল সমস্যায়।