দ্য ওয়াল ব্যুরো: আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় (RG Kar Case) শিয়ালদহ আদালতে (Sealdah Court) ষষ্ঠ স্ট্যাটাস রিপোর্ট (Status Report) জমা দিল সিবিআই (CBI)। এই রিপোর্ট জমা পড়ার পরে ফের ক্ষোভ উগরে দেন নির্যাতিতার পরিবারের আইনজীবী।
বুধবার শিয়ালদহ আদালতে সিবিআই জানায়, ১০ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে নতুন করে সাত জনের বয়ান রেকর্ড (Statement Record) করা হয়েছে। ৩২টি সিসিটিভি ফুটেজ পুনরায় খতিয়ে দেখা হয়েছে। তদন্ত এখনও বৃহত্তর ষড়যন্ত্রের দিকেই এগোচ্ছে।