দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন (Students Union Election) সংক্রান্ত মামলার শুনানিতে মঙ্গলবারও কোনও সুরাহা হল না।
এদিন কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) রাজ্যের তরফে সওয়াল করতে গিয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) দাবি করেন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অ্যান্টি-র্যাগিং কমিটি (Anti Ragging Committee) গঠন হয় ঠিকই, তবে ভোটের ক্ষেত্রে মূল দায়িত্ব থাকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের। রাজ্য সরকার নির্বাচনের পথে বাধা দেয়নি, বরং বিশ্ববিদ্যালয়গুলি নিজেরাই নির্বাচন করছে না।