দ্য ওয়াল ব্যুরো: ফের প্রাকৃতিক বিপর্যয় জম্মু কাশ্মীরে (Cloud Burst at Jammu and Kashmir)। দোদা জেলায় মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা। ভেসে গিয়েছে বহু ঘর-বাড়ি। এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।ইতিমধ্যেই জম্মুর বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের (Weather Forecast) পূর্বাভাস, জম্মুর কাঠুয়া, সাম্বা, দোদা, রামবান ও কিশ্তোয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে প্রশাসন ঘোষণা করেছে, সরকারি ও বেসরকারি সব স্কুলই আপাতত বন্ধ থাকবে।