দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রাণী সর্বেক্ষণ সংস্থা (ZSI)-র বিজ্ঞানীরা পশ্চিমবঙ্গে মাটির স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ক্ষুদ্র সন্ধিপদী প্রাণী কোলেম্বোলার দু'টি নতুন প্রজাতি আবিষ্কার করেছেন। এই গুরুত্বপূর্ণ আবিষ্কারটি পশ্চিমবঙ্গের জীববৈচিত্র্য গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
নব আবিষ্কৃত প্রজাতি দু'টি হল 'Salina aurantiamaculata' এবং 'Salina pseudomontana'। এদের মধ্যে প্রথমটির নামকরণ করা হয়েছে এর উজ্জ্বল কমলা রঙের দাগের জন্য, আর দ্বিতীয়টির নামকরণ হয়েছে 'Salina montana' প্রজাতির সঙ্গে এর শারীরিক সাদৃশ্যের কারণে।
#REL