দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো বাঙালির প্রাণের উৎসব। প্যান্ডেলে-প্যান্ডেলে আলো, ঢাকের তালে উন্মাদনা, আর সেই সুরে মিশে থাকে নতুন গান, নতুন গল্প। সেই গল্প বলার মানুষদের তালিকায় এবার যোগ হল একেবারে নতুন এক নাম—যিশু সেনগুপ্ত। এতদিন পর্দায় অভিনয়ে মুগ্ধ করেছেন দর্শককে, এবার প্রথমবারের মতো পরিচালনার আসনে বসলেন তিনি।
#REL