দ্য ওয়াল ব্যুরো: এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডের (SSC Recruitment Scam) গ্রুপ 'সি' মামলায় (Group C case) পাঁচ অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনা (voice samples of five accused) সংগ্রহ করল সিবিআই (CBI)। মঙ্গলবার আলিপুর আদালতে এক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই নমুনা সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন হয়।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রকের সচিব সুবীরেশ ভট্টাচার্য, এসএসসির দুই ডেটা এন্ট্রি অপারেটর—সমরজিৎ আচার্য ও পর্ণা বসু, এবং নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সংস্থা নাইসার দুই কর্মী নীলাদ্রি দাস ও পঙ্কজ বনসল।
#REL