অমল সরকার
মাস কয়েক আগে পুরী-হাওড়া ধৌলী এক্সপ্রেসে আমার সঙ্গে নেপালের একদল পর্যটকের আলাপ হয়েছিল। তাঁরা জগন্নাথ দর্শন এবং সমুদ্র দেখা, এই জোড়া উদ্দেশ্য নিয়ে সেখানে গিয়েছিলেন। ইদানীং ধৌলী এক্সপ্রেসে যাতায়াত কী যন্ত্রণাদায়ক আমার জানা ছিল না। সময়ের কোনও মা-বাপ নেই। নেপালি সহযাত্রীদের একজন আক্ষেপ করে বলেছিলেন, 'তবু তো আপনারা গোটা দেশ ট্রেনে করে ঘুরতে পারেন। আগামী একশো বছরেও আমাদের দেশে এমন ট্রেন পরিষেবা মিলবে কিনা সন্দেহও। আমাদের দেশে রেলপথ নেই বললেই চলে।'