দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে পালিত হচ্ছে গণেশ পুজো (Ganesh Puja)। সকাল থেকেই মন্দির ও প্যান্ডেলে ভিড় জমিয়েছে ভক্তরা। বিশেষত দক্ষিণ কলকাতার কয়েকটি বড় প্যান্ডেল ও উত্তর কলকাতার ঐতিহ্যবাহী পুজোতে ভক্তদের উপস্থিতি চোখে পড়ার মতো (Ganesh Puja Pandal in Kolkata)। গণেশ চতুর্থীকে কেন্দ্র করে সকালেই শহরের নানা প্রান্তে শোভাযাত্রা বের হয়। ভক্তদের মুখে ‘গণপতি বাপ্পা মোরিয়া’ ধ্বনি শোনা যায়।
গত কয়েক বছরে কলকাতা-সহ বাংলায় গণেশ পুজোকে কেন্দ্র করে জাঁকজমক-উৎসাহ অনেকগুণ বেড়েছে। এরাজ্যে কোথায় কোথায় ধুমধাম করে পুজো হয়, জেনে নিন কয়েকটি পুজো মণ্ডপের ঠিকানা।
#REL