দ্য ওয়াল ব্যুরো: ১৯৪৬ সাল। স্বাধীনতার ঠিক আগের বছর। মুম্বইয়ের লালবাগচা রাজাকে দেখে স্তব্ধ হয়ে গিয়েছিলেন সকলে। গণেশ সেখানে সেজেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর রূপে। পরনে ভারতীয় সেনা জওয়ানের পোশাক।
তখন আইএনএ-র বিচার আর রয়্যাল ইন্ডিয়ান নেভির বিদ্রোহের আবহে উত্তাল দেশ। আর ঠিক সেই মুহূর্তেই গণেশ প্রতিমাকে নেতাজির বেশে দাঁড় করানো ছিল ঔপনিবেশিক শাসনের প্রতি স্পষ্ট চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। ধর্মীয় ভক্তির আবরণে লুকিয়ে ছিল প্রতিবাদের ভাষা, স্বাধীনতার বার্তা।
#REL