দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় ইউটিউবার লিলি সিংয়ের সঙ্গে এক খোলামেলা আড্ডায় দেখা গেল অভিনেত্রীকে। অনন্যা পান্ডে ফিরে গেলেন তাঁর কেরিয়ারের শুরুর দিনের গল্পে, যখন তিনি মাত্র ১৮-১৯ বছরের। সেই সময় কীভাবে ব্যক্তিগত স্তরে সমালোচনার শিকার হতে হয়েছিল, তা নিয়ে মুখ খুললেন তিনি।
‘আমি তখন খুবই রোগা ছিলাম, আর সবাই তা নিয়ে হাসাহাসি করত। কেউ বলত আমার চিকেন লেগস, কেউ বলত দেশলাই কাঠির মতো দেখতে, কারওর কথা ছিল আমার বুক নেই, পশ্চাৎদেশ দেখতে সুন্দর নয়,’ বললেন অনন্যা।